নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট ও মংলায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাস এবং জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজ এবং সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন শুরুর আগে পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম সালেক ও মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস. এম রফিকুল ইসলামের নেতৃতে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে দুটি পৃথক জঙ্গি বিরোধী র্যালি বের করা হয়।
র্যালি সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কালে ছাত্র-শিক্ষকরা জঙ্গি-সন্ত্রাস বিরোধী প্রচারণা চালান।
এদিকে বুধবার (২৭ জুলাই) দুপুরে মংলার চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয় জঙ্গি প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শহরের শেখ আব্দুল হাই সড়কে মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এসময় তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন হতে আহ্বান জানান।
এএস/এইচএল/এসআই/বিআই/২৭ জুলাই, ২০১৬