স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট শহরের লিচুতলা এলাকা থেকে হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৫ জুলাই) সকালে লিচুতলা পিটি আই স্কুলের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লিচুতলার রজব আলী ফকিরের ছেলে ফকির নাহিদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী রাজিয়া সুলতানা (৪২)।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. শরীয়তউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তালিকাভুক্ত মাদক বিক্রেতা নাহিদুল ফকিরের বাড়িতে অভিযান চালায়। এসময় তল্লাশি করে ১০০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
নাহিদ দীর্ঘদিন ধরে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার সিকদার বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে মডেল থানায় মামলা করেছেন বলে তিনি জানান।
এজি/এসআই/বিআই/২৫ জুলাই, ২০১৬