স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক বিধবা নারীকে (২২) বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
বুধবার (১৩ জুলাই) সকালে পুলিশ ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
মোরেলগঞ্জ থানার তদন্ত বিভাগের পরিদর্শক (ওসি) তারক বিশ্বাস বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, প্রায় তিন মাস আগে জাকিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
“ওই পরিচয়ের সূত্র ধরে সোমবার বিকালে জাকির মোবাইল ফোনে তার মায়ের অসুস্থতার কথা বললে ওই নারী তার এক ভাতিজিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। জাকির ব্যাটারী চালিত ভ্যান যোগে ওই নারীকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যায় কেসি চালতেবুনিয়া গ্রামের একটি বাগানে নিয়ে যায়।”
এরপর জাকির ও তার সহযোগীরা ওই বিধবা নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় ওই নারীর সঙ্গে থাকা তার ভাইজী দৌড়ে পালিয়ে স্থানীয়দের খরব দিলে তারা এসে ধর্ষণের শিকার ওই বিধবা নারীকে উদ্ধার করে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় উপজেলার পশুরবুনিয়া গ্রামের জাকির হাওলাদার ও অন্য তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতাপরিচয় আরও একজনকে আসামি করে একটি মামলা করেছেন।
পুলিশ আসামিদের ধরার চেষ্টা করছে বলে জানান তারক বিশ্বাস জানান।
এজি/এসআই/বিআই/১৩ জুলাই, ২০১৬