স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের কচুয়া থেকে অস্ত্র, ইয়াবা এবং জাল টাকাসহ দুই জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (৩ জুলাই) সকালে কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়েনর দোবাড়িয়া গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এরা হলেন – দোবাড়িয়া গ্রামের সরদার নুরুজ্জামানের ছেলে সরদার নাইমুজ্জামান ওরফে রন (৩৬) এবং পার্শবর্তি কচুবুনিয়া গ্রামের মান্নান খানের ছেলে মাহাবুবুল ওরফে সালমান খান (১৫)।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক হাজার পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল, একশ’ গ্রাম গাঁজা এবং দুটি পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ সকালে নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ওই সব মাদক দ্রব্য এবং অস্ত্র উদ্ধার করে।
ওসি’র ভাষ্য, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
এ ঘটনায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
এসএইচ/এসআই/বিআই/০৩ জুলাই, ২০১৬