স্পেশাল করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপভ্যানে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছে। আাহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
বুধবার (১ জুন) বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কে সদর উপজেলার মহাদেবের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের সানা মিয়া (৬৫), তার স্ত্রী আলেয়া বেগম (৫৫), তাদের আত্মীয় লুৎফর রহমান (৬০) ও হালিমা বেগম (৫৫)।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান বলেন, বিকালে একটি মিনি পিকআপ ভ্যান বাগেরহাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সাথে পিকআপটি ধাক্কা খায়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চারজনের মৃত্যু হয়।”
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মান্নান ফরাজী বলেন, যাত্রীরা খুলনার পাইকগাছা থেকে একটি পিকআপ ভাড়া করে বাগেরহাটের হযরত খান জাহান (র:) এর মাজার জিয়ারত করতে এসেছিলেন। মাজার জিয়ারত শেষে তারা বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে যাচ্ছিলেন।
এসময় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এজি/এসআই/বিআই/০১ জুন, ২০১৬/আপডেট