বিশেষ প্রতিনিধি । বাগেরহাট ইনফো ডটকম
বিপুল অস্ত্রসহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু দল ‘মাস্টার বাহিনী’।
রোববার (২৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের হাড়বাড়িয়া এলাকায় র্যাবের কাছে এ দস্যু দলের সাত সদস্য আত্মসমর্পন করে।
এর মধ্যে সোহাগ, সুজন ও মাস্টার বাহিনীর কাদের মাস্টারের নাম জানা গেছে।
মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে মজিদ ওরফে কাদের মাস্টার বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী গ্রামের লতিফ শেখের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বরিশাল র্যাব-৮এর অধিনায়ক লে. ফরিদুল আলম বাগেরহাট ইনফো ডটকমকে দস্যুদের অস্ত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে সাতজন অস্ত্র জমা দিয়েছেন। দুপুরে বাগেরহাটের মংলায় আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে দস্যুরা আত্মসমর্পণ করবে।
এর আগে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা র্যাব-৬ জানায়, রোববার মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে মাস্টার বাহিনী দস্যুরা।
সূত্র বলছে, আত্মসমর্পণে যাওয়া দস্যুরা এখন পর্যন্ত দেশি-বিদেশি ৫১টি আগ্নেঅস্ত্র ও ৫ হাজার গুলি জমা দিয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, দেশের পশ্চিম উপকূল এবং সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের ত্রাস ছিল দস্যু মাস্টার বাহিনী। নৌকা ও জালের হিসাব করে, এদের নির্ধারিত হারে চাঁদা দিতে হতো জেলে ও বনজীবিদের। অপহরণ, মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধের জড়িত বাহিনীর সদস্যরা।
দুপুর ২টায় আত্মসমর্পণেরর আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিষয়টি সম্পর্কে সবাইকে অবহিত করবেন। আত্মসমর্পণে যাওয়া দস্যুদের আইনের কাছে সোপর্দ করাতে স্থানীয় পুলিশও বিশেষ ব্যবস্থা নিয়েছে।
আত্মসমর্পণে যাওযা দস্যুরা শনিবার রাতে সাংবাদিকদের কাছে বলেছেন, সব আইনী প্রক্রিয়া শেষ করে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায়।
এএইচ/এসআই/বিআই/২৯ মে, ২০১৬