বাগেরহাটে শুরু হয়েছে পৌরসভা কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬। তৃতীয় বারের মতো অনুষ্ঠেয় টুর্নামেন্টে পৌরসভার ৯ ওয়ার্ডের নয়টি দল অংশ নিচ্ছে।
বুধবার (২৫ মে) বিকালে বাগেরহাট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্রিয়াবিদ এ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এই টুর্নামেন্টের উদ্যোক্তা পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, তরুণরা যাতে মাদকাসক্ত হয়ে না পড়তে না পারে সেজন্য এই টুর্ণামেন্টের আয়োজন। তরুণদের খেলার মধ্যে রাখা গেলে তারা মাদক থেকে দূরে থাকবে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণদের মাঠ মূখী করতে কয়েক বছর ধরে এই আয়োজন চলছে। আমাদের এই উদ্যোগে সফলতাও এসেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে বাগেরহাট পৌরসভার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি।
পরে তিনি বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।