সুন্দরবনে আগুন দেওয়া অভিযোগে সন্দেহভাজন আরও চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ মে) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
এরা হলেন- উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে রুস্তুম হাওলাদার (৫০), পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নজরুল ইসলাম (৩২), একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২২) এবং জামাল হাওলাদারের ছেলে ইসাহাক হাওলাদার (৫০)।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম ফরাজি বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্প এলকায় আগুন লাগার ঘটনায় গত ১৯ এপ্রিল বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে শরণখোলা থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে একটি মামলা করে।
ওই আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে ডিবি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, একই অভিযোগে ২৯ এপ্রিল খলিলুর রহমান হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এনিয়ে সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করলো পুলিশ।
গেল এক মাসে শরণখোলা সংলগ্ন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনাঞ্চলে চারটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় বন বিভাগ আগুন লাগানোর অভিযোগে থানা ও আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করে।