ভ্রাম্যমাণ আদালতের বিচারক চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ সোমবার (২৫ এপ্রিল) এই দণ্ড দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন – চিতলমারীর হিজলা মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী (৪৬) ও বিজ্ঞান শিক্ষক অশোক কুমার ঘোষাল (৫৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনোয়ার পারভেজ বলেন, “রোববার দুপুরে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অশোক কুমার ঘোষাল দশম শ্রেণির বিজ্ঞান ক্লাসে ধর্ম নিয়ে মন্তব্য করেন।
“পরে ওই শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে তারা স্কুলে এসে বিক্ষোভ করে।
শিক্ষার্থী-অভিভাবক ও গ্রামবাসী প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলীকে এ ঘটনা জানালে তিনি ওই বিজ্ঞান শিক্ষকের পক্ষে বলেন। এতে তারা ‘ক্ষুব্ধ হয়ে ওঠে’ বলে ম্যাজিস্ট্রেটের ভাষ্য।
তিনি বলেন, “শিক্ষার্থী-অভিভাবক-গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ওই দুই শিক্ষককে লাঞ্ছিত করে একটি কক্ষে আটকে রাখে। আমি ঘটনা জানতে পেরে সেখানে গিয়ে তাদের উদ্ধার করি।”
পরে স্কুলের সাত শিক্ষার্থীর বক্তব্য শুনে এবং ওই দুই শিক্ষক ‘দোষ শিকার করায়’ তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট।