সুন্দরবনে তিন দফা অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে নাংলী ফাঁড়ির ইনচার্জসহ তিন বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন— সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী টলহ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন হাওলাদার, বোটম্যান (নৌকাচালক) মোবারক হোসেন ও পলাশ মজুমদার।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলী টহল ফাঁড়ি এলাকার পঁচাকোরালীয়া, নাপিতখালী ও আব্দুল্লার ছিলা এলাকায় ২৭ মার্চ, ১৩ এপ্রিল ও ১৮ এপ্রিল তিন দফা আগুনে প্রায় ১০ একর বনভূমি পুড়ে যায়।
১৩ এপ্রিল ও ১৮ এপ্রিল অগ্নিকাণ্ডকে নাশকতা বলে উল্লেখ করে বন আইনে বাগেরহাটের আদালত ও শরণখোলা থানায় পৃথক দুটি মামলা করে সুন্দরবন পূর্ব বন বিভাগ।
একটি মামলার প্রধান আসামি শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান হাওলাদার ওরফে শাহজাহান শিকারী। মামলা দুটিতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করা হয়।
এদিকে, ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহামুদকে সুন্দরবনের ধানসাগর থেকে বদলি করে চাঁদপাই স্টেশন অফিসে বদলি করা হয়েছে।
যদিও বদলির বিষয়টি রুটিন ওয়ার্ক বলে দাবি করেছেন ডিএফও সাইদুল ইসলাম।