প্রচ্ছদ / খবর / বাংলা নববর্ষকে স্বাগত জানালো বাগেরহাট

বাংলা নববর্ষকে স্বাগত জানালো বাগেরহাট

Bagerhat-Pic-1(14-04-2016)বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসব আমেজে বাংলা নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দ স্বাগত জানালো বাগেরহাটবাসী

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরের সূর্য দয়ের সাথে শুরু হয় বাংলা নতুন বছর। বর্ষবরণ উপলক্ষে বাগেরহাটে আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা।

সকালে বাগেরহাট স্টেডিয়াম থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রার আদলে শহরের বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমাজের নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

পরে সেখানে বাগেরহাট প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন ডা. মোজাম্মেল হোসেন এমপি। মেলা চলাকালে বিকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, নববর্ষ উপলক্ষে ৭দিনের কর্মসূচিতে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। পহেলা বৈশাখ দিনব্যাপী সবার প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে বাগেরহাট যাদুঘর।

উপজেলা শহরগুলো ছাড়াও জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা ও লোকজ অনুষ্ঠানের।

এদিকে বৈশাখের সাথে মিশে থাকা বাঙালি চিরায়ত ঐতিহ্য হালখাতা চোখে পড়ে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠারে।

১৪ এপ্রিল :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ