বাগেরহাটের রামপালে স্ত্রীকে হত্যার দায়ে মো. হাবী সরদার (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত হাবী সরদার বাগেরহাট জেলার রামপাল উপজেলার গোনা বেলাই গ্রামের প্রয়াত জহির সরদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০০ খ্রীস্টাব্দে জেলার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মো. তোরাব আলী মোল্লার মেয়ে হাসিনা বেগমের সঙ্গে রামপালের হাবী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়সই তাদের মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকত।
‘২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে হাবী সরদার তার স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে ও শ্বাস রোধে হত্যা করে পালিয়ে যায়।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাট আদালতের পিপি এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী জানান, ওইদিন পুলিশ স্ত্রীকে হত্যার অভিযোগে খুলনা থেকে হাবীকে আটক করে। পরদিন (২২ মার্চ) নিহতের বড় ভাই মো. শামসুল মোল্লা বাদী হয়ে হাবী সরদারকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আটকের পর হাবী আদালতে ১৬৪ ধারায় স্ত্রী হাসিনা বেগমকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।