প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩৫

বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩৫

Bagerhat-Pic-02(06-04-2016)Road-Accidentবাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাকদীর ফকির (২০) নামে এক টেম্পু চালক নিহত এবং অন্তত ৩৫ বাস যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাকদীর ফকির বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়েড়া গ্রামের হেমায়েত ফকিরের ছেলে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত বাস যাত্রী সাতক্ষীরার ফরমান আলী (৩৫) বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বাসটি পিরোজপুর থেকে খুলনা যাচ্ছিল। এতে অন্তত্য ৬০ থেকে ৬৫ জন যাত্রী ছিলো। দুর্ঘটনায় সবাই কমবেশি আহত হয়েছেন।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজেদ আলী বাগেরহাট ইনফোকে জানান, যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো খ-১১৪১) ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি টেম্পুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে টেম্পু চালক তাকদীরসহ বাস যাত্রীরা আহত হন।

আহতদের মধ্যে গুরুত্বর টেম্পু চালক তাকদীর ফকিরকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্টে যাওয়া বসের অন্তত ৩০ যাত্রীকে আহত অবস্থায় বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

০৬ এপ্রিল :: স্পেশাল করেসপন্ডেন্ট, ছবি – মিনহাজ,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ