আকষ্মিক কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট। ভেঙে ও উপড়ে পড়েছে গাছপালা। বিধ্বস হয়েছে কাঁচা ও আধাপাকা ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সোয়া ৮টা থেকে প্রায় পৌনে একঘন্টা স্থায়ী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, জেলা সদর, মংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও ফকিরহাট উপজেলার উপর দিয়ে রাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে প্রাথমিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
তবে তীব্র বাতাসে বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে গেছে এবং কাঁচা ও অাধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধানসহ বিভিন্ন ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
গাছ পড়ে খুলনা-বরিশাল, খুলনা-মংলা ও বাগেরহাট-মাওয়া মহাসড়কের বিভিন্নস্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরী হয়।
মহাসড়কের উপর ভেঙে ও উপড়ে পড়া গাছপালা রাতের মধ্যে সরিয়ে ফেলতে কাজ চলছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে স্ব স্ব উপজেলা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ বলছে, প্রচন্ড বাতাস ও গাছপালা পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। তবে বুধবার (৬ এপ্রিল) দুপুরের আগে বাগেরহাটে বিদ্যৎ সংযোগ দেওয়া কঠিন হবে।