সুন্দরবনের শ্যালা নদীতে ১ হাজার ২শ’ ৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এমভি সী হর্স-১’ নামে একটি উপকূলীয় পণ্যবাহী জাহাজ (কোস্টার) তলা ফেটে ডুবে গেছে।
শনিবার (১৯ মার্চ) বিকাল ৫টা ১০ মিনিটের দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হরিণটানার কাছে শ্যালা নদীর এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয় থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে শ্যালা নদীর একটি ডুবন্ত জলযানের মাস্তুলের সঙ্গে ধাক্কা লেগে কয়লা বোঝাই কোস্টারটির তলা ফেটে যায় বলে প্রাথমিক ভাবে জানা যায়।
কোস্টারের মাস্টার মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, “গত ১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে কয়লা বোঝাই করে কোস্টারটি যশোরের নওয়াপাড়া যাচ্ছিল ”