বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিকালে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বগুড়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. সাদিকুর রহমান বলেন, “দুর্ঘটনায় আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাই আশঙ্কামুক্ত।”
তারা হলেন কালিপদ (৪৫), শিল্পী (৪০), কিঞ্জল (২৫), হরিপদ মণ্ডল (৫০), কবির মীর (৪০), আনোয়ারা বেগম (৩৫), ফারাজুল ইসলাম (৪০), সুলতান সালাউদ্দিন (২৫), রফিকুল ইসলাম, জাহানারা, দেলোয়ার, হিমু ও বিচিত্র মণ্ডল। তাদের বাড়ি বাগেরহাট, খুলনা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়।
আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক জামাল হোসেন জানান, বিকালে খুলনা থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রামপালের বগুড়া ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
“এতে নারীসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।”
পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় হাসপাতল ও ক্লিনিকে নিয়ে যায়।