প্রচ্ছদ / খবর / ফকিরহাটের মুলঘর ইউপি নির্বাচন স্থগিত

ফকিরহাটের মুলঘর ইউপি নির্বাচন স্থগিত

UP-Electionবাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মুলঘর ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে তা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা মেলায় ‍এ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।

তিনি বলেন, স্থগিতাদেশের লিখিত নির্দেশনা বুধবার (১৬ মার্চ) রাতে বাগেরহাট জেলা নির্বাচন অফিসে পৌঁছেছে। নির্দেশনায় মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনা তদন্তে একজন উপ-সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে ইসি বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফকিরহাটের মুলঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী এ্যাড.হিটলার গোলদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

তবে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছিলেন। নির্বাচন কমিশনের এই নির্দেশের পর এ ইউনিয়নের সব নির্বাচন স্থগিত করা হয়েছে।

১৭ মার্চ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ