বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের আলোচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী।
কচুয়া থানার ওসি মো. শমসের আলী জানান, সোমবার (৭ মার্চ) রাতে ধর্ষিত ওই নারী কচুয়া থানায় মামলা করেন।
মামলার পর মঙ্গলবার ওই নারীকে নিরাপদ হেফাজতে নিতে বাগেরহাটের বিচারিক হাকিমের আদালতে আবেদন করেছে পুলিশ।
উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
বুধবার(৯ মার্চ) বাগেরহাট সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, ২০০৫ সালের ২১ জুন উপজেলার মঘিয়া ইউনিয়নের চর সোনাকুড় গ্রামের ওই নারীকে কাজ দেওয়ার কথা বলে মাহফুজুর রহমান তার সাইনবোর্ড এলাকার বিসমিল্লাহ ভবনে নিয়ে আসেন।
সেখানে ওই দিনই তাকে ধর্ষণ করেন মাহফিজুর। মেয়েটি পালিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ফাঁস করে দিতে পারে এমন আশঙ্কায় মাহফিজুর তাকে প্রায় এক যুগ ওই বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন।
“এরমধ্যে মেয়েটি অন্তত তিনবার ওই বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু চেয়ারম্যানের লোকজন তাকে ধরে আনে। পরে ২০১৫ সালের ৭ ডিসেম্বর ওই নারী পালিয়ে ঢাকায় ছোট ভাইয়ের বাসায় চলে যান।”
পরে ভাইকে নিয়ে পুলিশ সদর দপ্তরে ঘটনাটি জানালে তাকে খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।
ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে খবর পেয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি শমসের।
তবে, এ বিষয়ে জানতে মাহফুজুর রহমানের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।