বাগেরহাটের মোরেলগঞ্জে জামাইয়ের হাতে হামিদ দরানী (৫৫) নামে এক নৈশ প্রহরী খুন হয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জিউধারা ইউনিয়নের জামিরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিদ দরানী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গোয়াতলা গ্রামের হাতেম আলী দরানীর ছেলে। তিনি স্থানীয় নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, পূর্ব বিরোধের জেরে সন্ধ্যায় হামিদ দরানীর সঙ্গে তার সাবেক জামাতা আবু হাওলাদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবু হাওলাদার হামিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীরা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হত্যাকারী আবু হাওলাদার মোরেলগঞ্জের জিউধরা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।
ওসি আরও জানান, কয়েক বছর আগে হামিদ দরানীর মেয়ের সাথে আবু হাওলাদারের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে প্রায় সাত মাস আগে তাদের বিচ্ছেদ হয়।
তাদের দুটি সন্তানও আছে। এসব নিয়ে হামিদের সঙ্গে আবু হাওলাদারের বিরোধ চলছিল।
হত্যায় জড়িত আবু হাওলাদারকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।