পদবী পরিবর্তনসহ তিন দফা দাবিতে বাগেরহাটে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি’র (বাপসা) বাগেরহাট শাখা বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনেরর আয়োজন করে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন থেকে বক্তারা, পদবী পরিবর্তন, ১০ম গ্রেডের কর্মকর্তার মর্জাদা ও সরকারি কোষাগারা থেকে সকল সুবিধাসহ অর্থ শতভাগ বেতন ভাতা প্রদানের দাবি জানান। এসময় ইউনিয়ন পরিষদের সকল উন্নয়নমুলক প্রকল্পের বিল ভাউচারে ইউপি সচিবদের স্বাক্ষর ও তদারকি নিশ্চিতকরনের পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তারা।
মানববন্ধন কালে বক্তব্য দেন, বাপসা’র বাগেরহাট জেলা শাখার সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক জয়দেব কুমার, মো. আলতাফ হোসেন, মো. রহমতুল্লাহ, কে এম জুলফিকার আলী হায়দার, ইরাবতী মজুমদার প্রমুখ।
পরে বাপসা’র বাগেরহাট শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ইউপি সচিবরা তাদের দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।
এদিকে, জেলার মোরেলগঞ্জে ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন ডিপ্লোমা কৃষিবিদরা।
বুধবার বিকালে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সিষ্টিটিউশন বাংলাদেশের (ডিকেআইবি) মোরেলগঞ্জ শাখা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করে।
ডিকেআইবি’র মোরেলগঞ্জ উপজেলা সভাপতি মো. মেজবাহ্ আহমেদের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, ডিকেআইবি’র উপজেলা সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আজিজুর রহমান, এম.এ সোবাহান সিকদার প্রমুখ।
১০ম বেতন স্কেল অবিলম্বে কার্যকরের দাবিতে কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ডিপ্লোমা কৃষিবিদরা এ কর্মসূচী পালন করে।