প্রচ্ছদ / আরও... / মোরেলগঞ্জে গণশুনানিতে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ

মোরেলগঞ্জে গণশুনানিতে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ

Bagerhat-Pic- 02(25-01-2015)বাগেরহাটের মোরেলগঞ্জে গণশুনানী সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কয়েকটি সরকারি দপ্তরের বিরুদ্ধে প্রকাশ্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন ভূক্তভোগীরা।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এ সভার আয়োজন করা হয়।  ক্রিশ্চিয়ান এইডে’র সহযোগীতায় আয়োজিত এ গণশুনানী সভায় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যাপক লোকসমাগম ঘটে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু।

গণশুনানিতে ইউনিয়ন পর্যায়ে ৪০দিনের কর্মসৃজন কর্মসূচীতে ব্যাপক অনিয়ম, প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎ, বয়স্কভাতা দেওয়ার নামে উৎকোচ গ্রহন ও দাপ্তরিক তথ্য সরবরাহে দপ্তর প্রধানদের গাফিলতির বিষয়ে অভিযোগ তোলেন ভূক্তভোগীরা।

এসময় উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এইসব প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আরো সজাগ ও সতর্ক থাকবেন বলে জানান।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার, বিডিপিসি’র পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুদ্দিন, কৃষি কর্মকর্তা অনুপম রায়, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান,  চেয়ারম্যান আবুল খায়ের, সাংবাদিক গনেশ পাল, বিডিপিসি’র প্রজেক্ট সমন্বয়কারী উম্মে খাদিজা, মাঠ সমন্বয়কারী শেখর চক্রবর্তী পার্থ প্রমুখ।

২৫ জানুয়ারি :: মশিউর রহমান মাসুম, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ