বাগেরহাটের মংলায় কার্গোর ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে।
মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন প্রিন্স জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সকলে সাতরে তীরে উঠতে পারলেও শিশুসহ দু’জন আহত হয়েছেন। তাদের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমাবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে মংলা উপজেলার মংলা নদীর খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ট্রলারের যাত্রী সজিব হাওলাদার (১১) ও মাঝি শহিদুল আকন (৩৮)। এদের মধ্যে শিশু সজিবের অবস্থা গুরুত্বর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মংলা স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মংলা নদী দিয়ে যাবার সময় একটি কার্গোর ধাক্কায় মংলা খেয়া ঘাটের পারাপারের একটি ট্রলার ডুবে যায়। মংলার মামার ঘাট থেকে এপারের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রলারটিতে ২০ থেকে ২২ জন যাত্রী ছিলো। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে।
দুর্ঘটনা কবলিত ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব না হলেও কেউ নিখোঁজ নেই বলে জানান তিনি।
মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী জানান, এ ঘটনায় ধাক্কা দেওয়া এমভি রুপসা অটো রাইস মিল নামের কার্গোটিকে আটক করেছে পুলিশ।