বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মজিদ জব্বারের বাড়িতে হামলা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জ পৌরসভার সেরেস্তাদার সড়কে প্রার্থীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার পর সংবাদ সংগ্রহ করে ওই বাড়ি থেকে ফেরার পথে গাজী টিভির বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
এ সময় বাপ্পার ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ব্যক্তিগত মোটরসাইকেলটি খালে ফেলে দেয় দুর্বৃত্তরা।
হামলার জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুল হক তালুকদারের সমর্থকদের দায়ী করেছেন আব্দুল মজিদ জব্বার।
তিনি বলেন, “দুপুরে সমর্থকদের নিয়ে কথা বলার সময় ২০/২৫ জন দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে আমার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।”
হামলায় তার স্ত্রী রিনা বেগম, ছোট ভাই আব্দুল আহাদ টিপু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিকদার রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবজাল জোমাদ্দার ও পৌর ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
আহতদের গোপনে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান বিএনপির এ প্রার্থী।
হামলাকারীরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুল হক তালুকদারের ক্যাডার বাহিনী এবং এ বিষয়ে পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন আব্দুল মজিদ জব্বার।
তবে এ অভিযোগ অস্বীকার করে মনিরুল হক তালুকদার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই।”
দলের কোনো কর্মী সমর্থক এর সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো.ওবায়দুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, এ ঘটনার পর বিএনপির ওই মেয়র প্রার্থীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। খাল থেকে সাংবাদিকের গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন দু’টি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।