বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ছিনতাইকারীর গুলিতে এক যুবক আহত হয়েছেন।
ফকিরহাট থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার সকালে ফকিরহাট-রূপসা সড়কের চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আব্দুর রহমান (৩৫) খুলনার ডুমুরিয়ার শরাফপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি ঢাকা টোব্যাকো লিমিটেডের ফকিরহাট উপজেলা স্টোর কিপার হিসেবে কর্মরত।
তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, উপজেলা সদরের নিজ কার্যালয় থেকে পণ্য বিক্রির ৫ লাখ টাকা নিয়ে স্থানীয় সোনালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন আব্দুর রহমান। পথে মোটরসইকেলে করে আসা তিন ব্যক্তি অস্ত্রের মুখে পথরোধ এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
“এ সময় তার চিৎকারে আশেপাশের এলাকা থেকে লোকজন এগিয়ে আসতে শুরু করলে ছিনতাইকারীরা তাকে গুলি করে ফেলে রেখে যায়।”
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিবলী নোমান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, আব্দুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছিল। তার বাম পায়ের ঊরুতে গুলিবিদ্ধ এবং মাথায় রক্তাক্ত জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।