বাগেরহাট পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী মির্জা আলি হাসান খোকন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে নৌকা প্রতীকে সমর্থন দিয়েছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা আলি হাসান খোকন এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই জানানে, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত। দলের সিদ্ধান্তে আমি বাগেরহাট পৌরসভায় মেয়র পদে প্রার্থী হই। ইতোমধ্যে কিছু কিছু পৌরসভায় জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র খান হাবিবুর রহমানকে সমর্থন জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করছি ও গণ সংযোগ থেকে সরে দাড়াচ্ছি।
লিখিত বক্তব্যে জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকদের সব ভেদাভেদ ভুলে বাগেরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে কাজ করার আহ্বান জানান মির্জা আলি হাসান খোকন।
সংবাদ সম্মেলন শেষে জাতীয় পার্টির (এরশাদ) বাগেরহাট জেলা সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনে মূলত বিএনপি (ধানের শীষ), আওয়ামী লীগ (নৌকা) ও স্বতন্ত্র (মোবাইল ফোন) প্রার্থীর মধ্যে ত্রীমূখি প্রতিদ্বন্দ্বিতা হবে। লাঙ্গল প্রতীক মাঠে থাকলে নৌকার কিছু ভোট কমতো। তাই তারা নৌকায় সমর্থন জানিয়ে সরে দাড়ালেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব হাজরা শহিদুল ইসলাম, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগ ও জাপা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।