প্রচ্ছদ / খবর / বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

Masud-Sardarবাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বরে) সন্ধ্যায় শহরের নতুন কোর্ট সংলগ্ন খারদ্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমানকে পৌর নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রাচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গেল ১৯ ডিসেম্বর বহিস্কার করে জেলা আওয়ামী লীগ।

বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বিস্ফোরক দ্রব্য আইনে জুয়েল শেখ নামে শহরের খারদ্বার এলাকার এক যুবলীগ নেতার দায়ের করা একটি সুনির্দিষ্ট মামলায় সরদার মাসুদুর রহমানকে তার ব্যক্তিগত অফিস থেকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার এজাহারে বাদি জুয়েল শেখ উল্লেখ করেছেন, বৃহস্পতিবার দুপুরে তিনিসহ দলীয় কর্মীরা বাড়ি থেকে বেরিয়ে নৌকা প্রতীকে খান হাবিবুর রহমানের জন্য প্রচার চালানোর উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে যাবার পথে সরদার মাছুদুর রহমানসহ ১০ থেকে ১২ জন তাদের উপর হাতবোমা হামলা চালায়। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এতে কেউ হতাহত হয়নি।

মামলায় ভাইস চেয়ারম্যান সরদার মাছুদুর রহমানসহ ৭ জনের নাম উল্লেখে করে অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

২৪ ডিসেম্বর :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ