প্রচ্ছদ / খবর / বিদ্রোহীর পক্ষ নেয়ায় বাগেরহাট পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বিদ্রোহীর পক্ষ নেয়ায় বাগেরহাট পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

Bagerhat-Powra-satroligবাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ছাত্রলীগের পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাগেরহাট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বাগেরহাট পৌর ছাত্রলীগের সভাপতি মোল্লা রাইসুল ইসলাম কৌশিক ও সাধারণ সম্পাদক অলোক চক্রবর্ত্তীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 | বাগেরহাটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

বাগেরহাট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত মঙ্গলবারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমানের (নৌকার প্রতীকের) বিপক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাগেরহাট পৌর ছাত্রলীগের বর্তমান কমিটির ১৫ ডিসেম্বর থেকে কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হল।

এর আগে একই অভিযোগে ৯ ডিসেম্বর বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সানিকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

১৫ ডিসেম্বর :: ­স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ