প্রচ্ছদ / খবর / বাগেরহাটে প্রতীক পেলেন ৯৬ প্রার্থী

বাগেরহাটে প্রতীক পেলেন ৯৬ প্রার্থী

Pouro-Municipality-Electionবাগেরহাটের দুটি পৌরসভার ৭ মেয়র ও ৮৯ কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বাগেরহাট ও মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনের স্ব স্ব রির্টানিং কর্মকর্তারা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

বাগেরহাট পৌরসভায় প্রতীক পেলেন ৪৫ প্রার্থী

পৌর নির্বাচনে বাগেরহাটে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ৩২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছে রির্টানিং কর্মকর্তা।

মেয়র পদে খান হাবিবুর রহামন (আ.লীগ) পেয়েছেন নৌকা প্রতীক, আবুল কালাম মো. আব্দুল হাই (বিএনপি) পেয়েছেন ধানের শীষ প্রতীক, মির্জা আলী হাসান খোকন (জাতীয় পার্টির-এরশাদ) পেয়েছেন লাঙ্গল প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপন (আ.লীগ-বিদ্রোহী) পেয়েছেন মোবাইল ফোন প্রতীক।

 | বাগেরহাটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

এছাড়া সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ৯ জন এবং ৯টি ওয়ার্ডে ৩২ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার মোহাম্মদ মামুন-উল-হাসান বাগেরহাট ইনফো ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মোরেলগঞ্জ পৌরসভায় প্রতীক পেলেন ৫০ প্রার্থী

মোরেলগঞ্জ থেকে আমাদের করেসপন্ডেন্ট মশিউর রহমান মাসুম জানান, পৌর নির্বাচনে মোরেলগঞ্জে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছে রির্টানিং অফিসার।

মেয়র পদে এস. এম মনিরুল হক (আ.লীগ) পেয়েছেন নৌকা প্রতীক, আ. মজিদ জব্বার (বিএনপি) পেয়েছেন ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ দে (জাপা-এরশাদ) মোবাইল ফোন।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে
১নং আসনে (১, ২, ৩ নং ওয়ার্ডে) মরিয়ম আকতার মনি(কাঁচি), পারভীন আক্তার (মৌমাছি), কুরসিয়া বেগম পেয়েছেন (আঙ্গুর ফল)।

২নং আসনে (৪, ৫, ৬ নং ওয়ার্ডে) মিসেস নাসিমা বেগম (পুতুল), রোকেয়া বেগম পেয়েছেন (কাঁচি)।

৩নং আসনে (৭, ৮, ৯ নং ওয়ার্ডে) মোরশেদা বেগম (মৌমাছি), নারগিছ বেগম (ভ্যানিটি ব্যাগ), নারগীছ পারভীন (আঙ্গুর ফল), সাদিয়া সুলতানা (কাঁচি) প্রতীক পেয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে
১নং ওয়ার্ডে মো. জাকির হোসেন কাজী (পাঞ্জাবী), মো. জসিম উদ্দিন হাওলাদার (টেবিল ল্যাম্প), মো. নুরুল ইসলাম খান (পানির বোতল), এস. এম আলমগীর হোসেন (উট পাখি), মো. শাহীন শেখ (ডালিম)।

২নং ওয়ার্ডে মো. মাসুম ফকির (উট পাখি), মো. আসাদুজ্জামান (পাঞ্জাবী), মো. অলিউর রহমান(পানির বোতল), মো. রমিজ উদ্দিন শেখ (টেবিল ল্যাম্প)।

৩নং ওয়ার্ডে মো. আজিজুর রহমান মিলন (পাঞ্জাবী), মো. শামীম বেপারী (উট পাখি), মো. আলম শেখ (পানির বোতল)।

৪নং ওয়ার্ডে ফরহাদ হোসেন (উট পাখি), মো. নান্না শেখ (পাঞ্জাবী), গিয়াস উদ্দিন তালুকদার (পানির বোতল)।

৫নং ওয়ার্ডে তপন পোদ্দার (ডালিম), বিভুতি ভূষন পোদ্দার (পানির বোতল), মো. হারুন-অর রশীদ (টেবিল ল্যাম্প), মো.সাইফুল ইসলাম রুবেল (উট পাখি), নির্ঝর ঘরাই (পাঞ্জাবী)।

৬নং ওয়ার্ডে মো. আবুল কালাম হাওলাদার (উট পাখি), মো. মোতালেব ফকির (পাঞ্জাবী), মো. বদিউজ্জামান রিপন (ডালিম), আ. মান্নান হাওলাদার (পানির বোতল)।

৭নং ওয়ার্ডে মো. আখতারুজ্জামান দুলাল (পাঞ্জাবী), তুজাম্বর আলী শেখ (উট পাখি), মো. জাহাঙ্গীর হোসেন (টেবিল ল্যাম্প), মো. বদিউজ্জামান মহারাজ (পানির বোতল), টিএম হাবিবুর রহমান জাকির (ডালিম)।

৮নং ওয়ার্ডে মো. রেজাউল করিম পলাশ (ডালিম), মো. জাহাঙ্গীর আলম বাদশা (পাঞ্জাবী), শেখ মো. মোশারেফ হোসেন (উট পাখি), মো.আবুল কালাম শিকদার (টেবিল ল্যাম্প), মো. রেদোয়ানুল করিম (পানির বোতল)।

৯নং ওয়ার্ডে মো. বদরুল আহম্মেদ খান (পাঞ্জাবী), মো. মহিদুল শেখ (পানির বোতল), পিয়ারা বেগম (উট পাখি) ও মো. হারুন-অর রশীদ (ডালিম) প্রতীক পেয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রির্টানিং অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

১৪ ডিসেম্বর :: ­নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআর/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ