প্রকৌশলীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার মামলায় বাগেরহাটের শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা হাসানুজ্জামান পারভেজকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট আদালত এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গত ১০ ডিসেম্বর এলজিইডি’র শরণখোলা উপজেলা প্রকৌশলী রুহুল ইসলামের কার্যালয়ে গিয়ে ঠিকাদারি কাজের বিল চেয়ে না পেয়ে ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ তাঁকে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় ১২ ডিসেম্বর ওই প্রকৌশলী শরণখোলা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।