প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বাগেরহাটে ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

Pouro-Municipality-Electionবাগেরহাটের ২ পৌরসভায় ৩ জন কাউন্সিলর ও এক সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৩ ডিসেম্বর) তারা নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

এদের মধ্যে বাগেরহাট পৌরসভায় ২ জন এবং মোরেলগঞ্জ পৌরসভায় ১ জন কাউন্সিলর এবং ১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

 | বাগেরহাটের দুই পৌরে বৈধ প্রার্থী ৯৯ জন

তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন এবং মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে  ৩৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলন পদে ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর ২০১৫) প্রতিদ্বন্দ্বি ৯৫ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

১৩ ডিসেম্বর :: ­নিউজ রুম,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআর/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ