ষাটগম্বুজ মসজিদের সামনে ধান বোঝাই ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। এসময় আহত হন ওই ট্রাকে থাকা ৩ শ্রমিক।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের সামনে বাগেরহাট-খুলনা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক রেজাউল করিম (৩৭) বাগেরহাট সদর উপজেলার বারাকপুর গ্রামের নিরোধ হালদারের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত আরিফুল হাওলাদার (১৮), শেখ মুজিবুর রহমান (৪৫) ও জালাল উদ্দিনকে (৩৫) উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাক ষাটগম্বুজ মসজিদের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ব্যাটারী চালিত ভ্যানকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কায় খায়।
এতে ঘটনাস্থলেই ভ্যান চালক রেজাউল করিমের মৃত্যু হয়। আহত হন ট্রাকে থাকা তিন শ্রমিক। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।