সুন্দরবনের মরাভোলা নদীর ডুবো চরে আটকে থাকা ফ্লাইঅ্যাশবাহী কার্গো জাহাজটি সাত দিন পর উদ্ধার হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে এমভি শোভন-১ নামে কার্গোটি উদ্ধার করে মালিক পক্ষ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গত ১ ডিসেম্বর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা নদীর ডুবো চরে প্রায় সাড়ে ৭০০ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ নিয়ে ‘এমভি শোভন-১’ নামের কার্গো জাহাজটি আটকা পড়ে।
সাইদুল ইসলাম বলেন, সিমেন্ট তৈরির কাঁচামাল (ফ্লাইঅ্যাশবাহী) কার্গোটি ডুবে যাওয়ার পর থেকে মালিকপক্ষকে তা সরানোর ব্যবস্থা নিতে বলা হয়।
“রোববার রাতে আটকে পড়া কার্গো থেকে ফ্লাইঅ্যাশ দুটি কার্গোতে খালাস করা হয়। সোমবার সকালে উদ্ধারের পর কার্গোটি সুন্দরবন এলাকা ত্যাগ করে।”
একই স্থানে গত ৫ মে প্রায় দুই হাজার মেট্রিক টন সার নিয়ে এমভি জাবালে নূর নামের একটি কার্গো তলাফেটে ডুবে যায়।