বাগেরহাটে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।
বৃহষ্পতিবার (১ নভেম্বর) সকালে শহরের মুনিগঞ্জে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মুজিবর রহমান, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম গোরা, পৌর বিএনপি সভাপতি সেখ সাহেদ আলী রবি, বিএনপি নেতা সমসের আলী মোহন, মোজাফ্ফর রহমান আলম, আবুল কালাম আজাদ, যুবদলের সাধারন সম্পাদক আইয়ুব আলী মোল্লা, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন এদেশের গনমানুষের নেতা। তিনি বাংলাদেশের উন্নয়নের কারিগর ছিলেন। বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন চালিয়ে গনতন্ত্র দাবি করে। তাদের মুখে গনতন্ত্র মানায় না।
বিদেশীদের হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে যে দমন নীতি চালাচ্ছে তা জনগন প্রতিহত করবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।