প্রচ্ছদ / খবর / রামপালে আ.লীগ নেতা খুন: ভাগ্নে আটক

রামপালে আ.লীগ নেতা খুন: ভাগ্নে আটক

Rampalবাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় নিহতের ভাগ্নে সিরাজুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রামপাল উপজেলার বুজগুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সিরাজুল ইসলাম বুজগুনিয়া গ্রামের জালাল শেখের ছেলে ও নিহত আব্দুল মাজেদ সরদারের ভাগ্নে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটক সিরাজুল ইসলামের কাছ থেকে হত্যা কান্ডে ব্যাবহৃত একটি ধারালো ছুরিটি উদ্ধার করা হয়েছে।

১৯ অক্টোবর রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের কালিকা প্রসাদ গ্রামের ডোবার গেট নামক স্থানে দুর্বৃত্তরা রাস্তার পাশে ফেলে কুপিয়ে ও জবাই করে আব্দুল মাজেদকে হত্যা করে

নিহত আব্দুল মাজেদ সরদার রাজনগর গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে এবং স্থানীয় রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী ফেরদৌস খাতুন বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

২২ অক্টোবর :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ