প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ভণ্ড কবিরাজের দণ্ড

বাগেরহাটে ভণ্ড কবিরাজের দণ্ড

বাগেরহাটে নিত্যনন্দ মৃধা (৬২) নামে এক ভণ্ড কবিরাজকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নিত্যানন্দ মৃধা বাগেরহাট সদর উপজেলার ছোটসিংড়া গ্রামের বাসিন্দা।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, ভণ্ড কবিরাজ নিত্যানন্দ বাগেরহাট সদর উপজেলার ছোটসিংড়া এলাকায় দৈব চিকিৎসার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এমন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

মা কালী নিত্যনন্দনকে দৈব শক্তি দিয়েছেন এমন মিথ্যা প্রচার চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দোষ স্বীকারসহ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া চিৎকিসা কেন্দ্র খোলায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

০৫ অক্টোবর :: সামছুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ