বাগেরহাটের রামপাল উপজেলায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)।
সোমবার (৫ অক্টোবর) সকালে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের পার গোবিন্দপুর এলাকা থেকে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে।
এ ঘটনায় রবিউল গাজী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার রনসেন এলাকার আবজাল গাজীর ছেলে।
উপজেলার ফয়লাহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, যশোরের গাইডগাছি এলাকার জনৈক ব্যাক্তি তার স্ত্রী ও কন্যাকে নিয়ে রোববার (৪ অক্টোবর) উপজেলার পার গোবিন্দপুর এলাকার নজরুল শেখের ছেলে শাহীন শেখের বাড়ীতে বেড়াতে আসেন। রাতে বাড়ির সামনের রাস্তায় হাঁটে বেড়ানোর সময় স্থানীয় ৩ যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে যায়।
খবর পেয়ে সকালে ফাঁড়ি পুলিশ স্থানীয় একটি মৎস্য ঘেরের খুপড়ি ঘর থেকে কিশোরীকে উদ্ধার করে। পরে ওই কিশোরীর বর্ণনা অনুয়ায়ী স্থানীয় বখাঠে রবিউল গাজীকে আটক করা হয়।
এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনের নাম উল্লেখসহ ৭ জনকে আসামী করে রামপাল থানায় একটি মামলা (নং-১, তাং- ৫/১০/১৫।) হয়েছে।
রবিউল গাজী ছাড়াও ওই মামলায় আসামী করা হয়েছে একই এলাকার আবু গাজীর ছেলে ইসমাইল গাজী, মিকাইল গাজীর ছেলে রাজিব গাজী, পারগোবিন্দপুর এলাকার মোজা শেখ ও আকবর শেখের ছেলে জামাল শেখ এবং অজ্ঞাতনামা আরও দু’জন।
আটক রবিউল গাজীকে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, উদ্ধার কিশোরীকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাটের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।