বাগেরহাটের মংলায় নৌ বাহিনীর ঘাটির জেটি থেকে পড়ে গিয়ে নিখোঁজ মাছ ব্যবসায়ি চিত্ত রঞ্জন দামের (৬৫) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে মংলা উপজেলার দিগরাজ কোস্ট গার্ডের জেটি সংলগ্ন নদী তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
।। নিলামে মাছ কিনতে গিয়ে ব্যবসায়ি নিখোঁজ
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে দিগরাজ কোস্ট গার্ড জেটির কাছে তার মৃতদেহ ভেসে ওঠে। দেখতে পয়ে কোস্টগার্ড সদস্যরা ছুটে গিয়ে তার মুতদেহটি উদ্ধার করে।
চিত্ত রঞ্জন দাম বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার ছিলেন।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় বুধবার ভোরে ৮টি ট্রলারসহ ১০৪ ভারতীয় জেলেকে আটক করে নৌ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির বিপুল মাছ উদ্ধার করা হয়।
সন্ধ্যায় তাদের মংলায় নৌ বাহিনীর ঘাটিতে আনা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ইলিশ বাদে অনান্য বিভিন্ন প্রজাতির প্রায় ২৭৮ মন সামুদ্রিক মাছ বিক্রির জন্য নিলাম করা হয়।
ওই নিলামে অংশ নিতে বাগেরহাটের মাছ ব্যবসায়ি চিত্ত রঞ্জন দাম মংলায় নৌ-বাহিনীর ঘাটিতে যান বলে জানান তিনি।