পানগুছি নদীর ভাঙনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্থানীয় একটি সড়কসহ কয়েকটি বসতবাড়ি বিলীন হয়ে গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পুরাতন সড়কের চালতেবুনিয়া এলাকায় আকস্মিক ভাঙনে এ ক্ষয়ক্ষতি হয়।
ভাঙনের ফলে সড়ক পথে উপজেলার কয়েকটি অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নৌকা দিয়ে মানুষ পারাপার করছে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পানগুছি নদীর ভাঙনে পাড়ের মূল সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ নদীতে বিলিন হয়েছিল। পরে স্থানীয় উদ্যোগে সেখানে ব্যক্তিমালিকানাধীন জমি মাটি দিয়ে উঁচু করে ইট দিয়ে বিকল্প রাস্তা করে চলাচলের ব্যবস্থা করা হয়।
সোমবারের আকস্মিক ভাঙনে তাও ভেঙে গেছে বলে তারা জানান।
খবর পেয়ে বিকালে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনও মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, পানগুছির আকষ্মিক ভাঙনে গুরুত্বপূর্ণ এই রাস্তার একটি অংশ পুরোপুরি নদীতে বিলীন হয়েছে। বিকল্প আরেকটি রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চলছে।