বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারের নিখোঁজ জেলেদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার পর্যন্ত সুন্দরবনের দুবলা জেলে পল্লীর আলোরকোল ও মেহেরআলীর চর থেকে লাশগুলি উদ্ধার করা হয়। এদের পরিচয় পাওয়া যাযনি।
দুবলা ফিশারমেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানূর রহমান শামীম বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গোপসাগর উপকূলের আলোর কোলের লাইট হাউজ এলাকা থেকে দু’টি এবং মেহেরআলীর চরের কাছ থেকে জেলেরা একটি মৃত দেহ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
রোববার ভোর রাতে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের দুবলার চর ও সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ বাগেরহাটসহ বিভিন্ন এলাকার শতাধিক জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে উদ্ধার হয়েছেন বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট ও খুলনার প্রায় ২৫০ জন জেলে।
| উৎকন্ঠায় নিখোঁজ জেলেদের স্বজনেরা