‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য দূর্নীতি রুখবেই’ এই শ্লোগানে বাগেরহাটে দুর্নীতি বিরোধী বাই-সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরে দুর্নীতি বিরোধী এই প্রচারাভিযান অভিযানের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বাগেরহাট সচেতন নাগরিক কমিটির (সনাক) নেতৃত্বে র্যালিতে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্য ছাড়াও শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সনাক বাগেরহাট’র সভাপতি এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু সকাল ১১টায় দুর্নীতিবরোধী সাইকেল র্যালিটির উদ্বোধন করেন।
সনাক সদস্য প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, খোন্দকার আছিফউদ্দিন রাখী, মোরশেদুর রহমান সাগরসহ সনাক ও স্বজন সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
র্যালিটি বাগেরহাট স্বাধীনতা উদ্যান হতে শুরু হয়ে শহীদ মিনার, পুরাতন বাজার, ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজ, দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, মিঠাপুকুর, আলিয়া মাদ্রাসা ঘুরে খারদ্বার মল্লিক বাড়ী মোড়স্থ বাগেরহাট সনাক অফিসে গিয়ে শেষ হয়।
এ সময় দুর্নীতিবিরোধী বিভিন্ন শ্লোগান প্রচার করা হয়।
র্যালি শেষে দুর্নীতি প্রতিরোধে যুব সমাজের করণীয় নিয়ে সনাক অফিসে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়।