আজ ১৩ মার্চ, পোলিও দিবস । ১ মাস থেকে ৫ বছর পযন্ত সকল শিশুকে পোলিও খাওয়ানো হয় ।
সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা প্রযন্ত চলে এ কার্যক্রম।
কিন্তু দুপুরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে পলিও টিকা খাওয়ানর পর অসুস্থ হবার খবর পাওয়া যেতে থাকে।
এ সময় শিশুর বোমিসহ প্রচন্ড মাথা ব্যাথার উপক্রম দেখা দেয় ।
সর্বশেষ রাতা এগারটা বাগেরহাটের সিভিল সার্জন সাথে কখা বলে জানা গেছে পরিস্থিতি এখন বেস সাভাবিক। অসুস্থদের অবস্থার উন্নতি হচ্ছে। বেশ ক’জন এ ইতি মধে হাসপাতাল থেকে সুস্থ হযে বাসায় ফিরেছে। বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে অসুস্থ ৯ টি শিশু ভর্তি রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বাগেরহাট ইনফোকে জানান, তাদে চিকিৎসার জন্য এখন প্রয়ন্ত অসুধের কোন সমসা নেই। টিকায় কোন সমস্যা আছে বলেও তিনি মনে করেন না।
তিনি আতঙ্কিত না হবার জন্য সকল কে আহবান জানান।
উল্লেখ, দেশের ভিভিন্ন স্থানে টিকা খাবার পর থেকে শিশুরা অসুস্থ হবার সংবাদ পাওয়া গেছে।
সম্পাদনা: ইনজামামুল হক, এডিটর, বাগেরহাট ইনফো