বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় নিহতের বাবা-মা ও ভাইজিসহ চার জন আহত হন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার দড়াটানা ব্রিজসংলগ্ন মেরিন অ্যাকাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ শেখ (৪২) জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মালমগাছি গ্রামের আব্দুল হাসেম শেখের ছেলে।
নিহতের চাচতো ভাই আব্দুস ছালাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, হানিফ সকালে খুলনায় তার মা-বাবাকে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে দড়াটানা ব্রীজ থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় রাস্তার পাশের একটি বৈদ্যেতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ইজিবাইকটি উল্টে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, দুর্ঘটনা আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এক জনকে মৃত ঘোষনা করেন। তবে ঘটনার পরই পালিয়ে যায় ট্রলি ও ইজিবাইকের চালক।
আহতরা হলেন, নিহত হানিফের বাবা আব্দুল হাসেম শেখ (৭০), মা সাদিয়া বেগম (৬৫), ভাইজি লীমা আক্তার (১৮) ও প্রতিবেশী মোশারফ শেখের স্ত্রী বকুল বেগম (৩৫)।
তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় লীমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।