বাগেরহাট জেলা জামাতের সেক্রেটারী ও ১৮ দলীয় ঐক্যজোটের সদস্য সচিব এ্যাডঃ শেখ আঃ ওয়াদুদকে গ্রেফতারের প্রতিবাদে তার নিজ এলাকা রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে সোমবার বেলা ১১ টায় মহিলাদের ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
ইউনিয়নের সোনাকুড় নতুন হাট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্ব পূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিন শেষে গৌরম্ভা বাজার মেইন সড়কে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অবিলম্বে এ্যাডঃ আঃ ওয়াদুদের মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসুচী ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। অপরদিকে জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি ১৮ দলীয় ঐক্যজোটের সদস্য সচিব এ্যাডঃ শেখ আঃ ওয়াদুদকে গ্রেফতার এর প্রতিবাদে এবং আওয়ামিলীগ ও প্রসাশন কতৃক সারাদেশে সরকারের নৈরাজ্য,গনহত্যা অবিলম্বে বন্ধ করার দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা কাল মঙ্গলবারের হরতাল সফল করার লক্ষে ফয়লাহাটে ১৮ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ।
সোমবার বিকাল ৪টায় ফয়লাহাট চৌরাস্তা মোড়ে জামায়াতের উপজেলা আমীর আলহাজ্ব মাওঃ জুলফিকার আলীর সভাপতিত্তে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তৃতা করেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মল্লিক মিজানুর রহমান মজনু, উপজেলা নায়েবে আমির আঃ হাই মল্লিক, জেলা প্রচার সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন,জামাতের উপজেলা সেক্রেটারি শেখ নাসের উদ্দিন,চেয়্যারম্যান খাজা মইন উদ্দিন আকতার, শিবির সাবেক সভাপতি আসাদুজ্জামান, শিবিরের বর্তমান সভাপতি ইসাদুল হক, থানা ছাএদলের সভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ।
অবিলম্বে আঃ ওয়াদুদ কে মুক্তি দেওয়া না হলে রামপাল অচল করে দেবার মতো কর্মসূচি গ্রহন করা হবে বলে বক্তারা বলেছেন।