প্রচ্ছদ / খবর / পিসি কলেজে সাহিত্য-সাংস্কৃতি কেন্দ্রের যাত্রা শুরু

পিসি কলেজে সাহিত্য-সাংস্কৃতি কেন্দ্রের যাত্রা শুরু

Govt_PC_College_Bagerhatঐতিহ্যবাহী বাগেরহাট সরকারি পিসি কলেজে সাহিত্য-সাংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

কলেজ প্রতিষ্ঠার ৯৭ বছর পর বুধবার (২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে ওই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম এ ছালেক সাহিত্য-সাংস্কৃতি এই কেন্দ্রের উদ্বোধন করেন। লেখাপাড়ার পাশাপাশি এখানে কলেজের শিক্ষার্থীরা সাহিত্য-সাংস্কৃতি চর্চা করতে পারবেন।

এ উপলক্ষে কলেজের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপাধ্যক্ষ প্রফেসর সেখ মোস্তাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য দেন, প্রফেসর সুভাষ চন্দ্র হীরা, শিক্ষক পরিষদের সম্পাদক নীতিশ বিশ্বাস, সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান বাবুল, মো. সাইফ উদ্দিন, মনি মোহন মন্ডল প্রমুখ।

Bagerhat-Pic-4(02-09-2015)পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম এ ছালেক বলেন, শিক্ষার্থীদের ক্লাশমুখি করতে কলেজে সাহিত্য-সাংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতির চর্চা করতে পারবে।

কলেজে সহিত্য-সাংস্কৃতির চর্চা থাকলে ছাত্র-ছাত্রীরা পড়ালেখার পাশাপাশি ভাল মানুষ হিসাবেও গড়ে উঠবে। কলেজের শিক্ষার্থীরা সহিত্য-সাংস্কৃতি বিষয় নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতাও অংশ নিতে পারবে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দশ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের কথা বিবেচনা করে ৯৭ বছর পরে হলেও কলেজে সাহিত্য-সাংস্কৃতি কেন্দ্র চালু করা হয়েছে।ৱ

০২ সেপ্টেম্বর :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ