বাগেরহাট পৌর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সোহাগ শেখ বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাগেরহাট ইনফো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের বাসাবাটি মন্দির এলাকায় দুর্বৃত্তরা ওই যুবককের পেটে ছুরি মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
সেখানে থেকে আশঙ্কা জনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুশফিকার রহমান সামছ মেনন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্ব জখম ওই যুবককে ভুড়ি বেরিয়ে যায়।
এছাড়া তার শরিরের বাম দিকে ঘাড় ও পয়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিলো। আশঙ্ক জনক অবস্থায় তাকে খুলনায় পাঠানো হয়।
এদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলে সোহাগ খুন হয়েছে বলে শহরে গুঞ্জন ছড়িয়েছে । ঘটনার পর থেকে শহর জুড়ে বিরাজ করছে থম থমে পরিস্থিতি।
তবে পুলিশ বা কোন দলের পক্ষ থেকে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।