বাগেরহাট শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হন এক পথচারীসহ তিন জন।
রোববার (২৩ আগস্ট) সকালে পুরতন বাজার শহররক্ষা বাঁধ এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাসান হাওলাদার বাবু (২৮) কচুয়া উপজেলার দক্ষিণ মাধবকাঠি গ্রামের কাশেম হাওলাদারের ছেলে।
আহতরা হলেন পথচারী ইনতাজ শেখ (৭০), মোটরসাইকেল আরোহী বজলুর রহমান শেখ (৬০) ও তার ভাই সাইদুল শেখ (৪৭)। এদের মধ্যে ইনতাজ শেখ ও বজলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল শেখ জানান, সকাল সাড়ে ১০টায় একটি মামালায় হাজিরা দিয়ে তারা বাগেরহাট আদালত থেকে কচুয়ায় গ্রামের বাড়ি ফিরছিলেন।
“ভাড়া করা মোটরসাইকেলটি পুরাতন বাজার মোড়ের শরহরক্ষা বাঁধ এলাকায় পৌঁছলে এক বৃদ্ধ পথচারি হঠাৎ রাস্তা পর হতে গিয়ে তাদের গাড়ির সামনে পড়েন।”
এসময় চালক তাকে বাঁচাতে গেলে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি গাছ ও ইটের স্তুপের সাথে ধাক্কা দেয়। এতে ওই পথচারী, মোটরসাইকেলের চালক এবং তারা দু’ জন আহত হন।
বাগেরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ মো. মোশারফ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক বাবু মারা যান।