সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুল আলম তন্ময়কে অব্যহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সানি ও সাধারন সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নীতি-আদর্শ বিরোধী কার্যকলাপ করবার অভিযোগের সত্যতা পাওয়ায় এবং এই বিষয়ে কারন দর্শানোর নোটিশের পরও কোন উত্তর না দেওয়ায় আশিকুল আলম তন্ময়কে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
একই সাথে ২১ আগষ্ট ২০১৫ হতে মোল্লাহাট ছাত্রলীগের “সাধারন সম্পাদকে”র পদটি শুন্য ঘোষণা করা হয়েছে।
জেলা ছাত্রলীগের একটি সূত্র বলছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবসকে সামনে রেখে মোল্লাহাট ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুল আলম তন্ময় বিভিন্ন পরিবহনসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে।
এ বিষয়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সানির জানান, আশিকুল আলম তন্ময়ের বিরুদ্ধে সংগঠনের নীতি-আদর্শ বিরোধী একাধীক সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এর প্রেক্ষতিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেবার পরও তার কোন জবাব পাওয়া যায়নি।
তাছাড়া অভিযোগের সত্যতা পাওয়ায় বাগেরহাট জেলা ছাত্রলীগ তাকে অব্যহতি প্রদানের এ সিদ্ধান্ত নিয়েছে।