প্রচ্ছদ / খবর / বাগেরহাট জেলা যুবদল সভাপতি কারাগারে

বাগেরহাট জেলা যুবদল সভাপতি কারাগারে

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এ্যাড. মো. শহিদুল ইসলাম জানান, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সদর থানা বিএনপির সভাপতি মোজফ্ফর রহমান আলম এবং ডেমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সজিব তালুকদার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন।

এদের মধ্যে মোজফ্ফর রহমান আলমের জামিন মঞ্জুর করলেও বিচারক অন্য দুজনের জামিন নাকচ করেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শহিদুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, চলতি বছরের ৫ই জানুয়ারির পর বাগেরহাট-খুলনা মহাসড়কে গাড়ি ভাংচুর এবং পুলিশের উপর হামলার অভিযোগে বাগেরহাট মডেল থানায় দু’টি নাশকতার মামলা দায়ের কারে পুলিশ। ওই দুই মামলায় (জিআর ১০/১৫ এবং জিআর ৩৯/১৫) জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়।

সোমবার ওই দুই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন তারা।

১৭ আগস্ট :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ