প্রচ্ছদ / খবর / সুন্দরবনে দস্যু আস্তানা থেকে গুলি ও হরিণের খুলি উদ্ধার

সুন্দরবনে দস্যু আস্তানা থেকে গুলি ও হরিণের খুলি উদ্ধার

Bgt-Mongla-pic-15-08-15সুন্দরবনের অভ্যান্তরে একটি বনদস্যু বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের কৈখালী সংলগ্ন লক্ষ্মীখালী এলাকায় ‘বনদস্যু মোতালেব’ বাহিনীর আস্তানায় অভিযান চালায় তারা।

এ সময় সেখান থেকে একটি হরিণের মাথার খুলি, ৩৮৪ রাউন্ড তাজা গুলি, ৬ রাউন্ড গুলির খোসা, দস্যুদের ব্যবহৃত একটি মোবাইল সেট, নৌকা ও ট্রলার উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল সুন্দরবনের অভ্যান্তরে ‘মোতালেব’ বাহিনীর আস্তানায় অভিযান চালায়। এ সময় দস্যুদের ওই আস্তানা থেকে গুলি, শিং’সহ একটি হরিণের মাথার খুলি গুলি এবং তাদের ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

পরে লক্ষ্মীখালী এলাকায় থাকা দস্যু মোতালেব বাহিনীর আস্তানা গুড়িয়ে দেয় কোস্ট গার্ড সদস্যরা।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান রাহাতুজ্জামান।

১৬ আগস্ট :: আবু হোসাইন সুমন, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ