প্রচ্ছদ / খবর / পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা-প্রবণতাসদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

রোববার (০৯ আগস্ট) দুপুরে ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর জানতে পেরে মানসিকভাবে বিপর্যস্ত আরতী রানী মন্ডল (২০) কিটনাশক পান করেন।

আরতী মোরেলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের দিনমজুর গৌরাঙ্গ মন্ডলের মেয়ে। সে উপজেলার দক্ষিণবাংলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

প্রতিবেশীরা জানান, ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবরে মানুসিক ভাবে মারাত্মক ভেঙে পড়েন দরিদ্র পরিবারের মেয়েটি। বিকেল ৫টার দিকে সে ঘরে থাকা কিটনাশক পান করেন।

গুরুতর অসুস্থ আরতীকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

০৯ আগস্ট :: মশিউর রহমান মাসুম, অতিথি প্রতিবেদক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ